img

বাংলাদেশে করোনাভাইরাস

মোট আক্রান্ত২৭১,৮৮১

সুস্থ১৫৬,৬২৩

মৃত্যু৩,৫৯১

বিশ্বে করোনাভাইরাস

মোট আক্রান্ত২১,১২৮,০৫৫

সুস্থ১৩,৯৭২,৯৪৪

মৃত্যু৭৫৮,৩১৬

নড়াইলে মৃত অজিত দাসের করোনা রিপোর্ট নেগেটিভ

image

নিজস্ব প্রতিবেদক : নড়াইল শহরের রুপগঞ্জ স্বর্ণপট্টির দক্ষিণ পার্শ্বের (কুড়িগ্রাম) বাসিন্দা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সাবেক মুদ্রাক্ষরিক (টাইপিষ্ট) মৃত অজিত দাসের  করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, অজিত দাস গত ২৪ জুলাই মারা যান এবং তাকে আউড়িয়া চারাবাড়ি শ্বশানে স্বাস্থ্যবিধি মেনে সৎকারসহ দাহ করা হয়।