img

বাংলাদেশে করোনাভাইরাস

মোট আক্রান্ত২৭১,৮৮১

সুস্থ১৫৬,৬২৩

মৃত্যু৩,৫৯১

বিশ্বে করোনাভাইরাস

মোট আক্রান্ত২১,১৩১,০৬৯

সুস্থ১৩,৯৮০,৭৩৩

মৃত্যু৭৫৮,৪১৯

যবিপ্রবি ল্যাবে ১৫১ নমুনায় ১৯ করোনা পজিটিভ শনাক্ত

image

যবিপ্রবি প্রতিনিধি : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে সোমবার (২৭ জুলাই) ঘোষিত করোনার টেস্টের ফলাফলে ১৫১ জনের নমুয়ায় ১৯ জন করোনা পজিটিভ হয়েছেন।

এরমধ্যে যশোরে ২৯ জনে ৪ জন, মাগুরার ৬৪ জনে ১০ জন, সাতক্ষীরার ৩১ জনে ৪ জন ও বাগেরহাটের ২৭ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের নমুনাতে করোনা পজিটিভ পাওয়া গেছে।

পরীক্ষণ দলের সদস্য, অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যবিপ্রবির ল্যাবে মোট ১৫১ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা পজিটিভ এবং ১৩২ জনের নেগেটিভ ফলাফল এসেছে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে প্রেরণ করা হয়েছে।

ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে উক্ত জেলারগুলোর সিভিল সার্জন অফিসের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।