img

বাংলাদেশে করোনাভাইরাস

মোট আক্রান্ত২৭১,৮৮১

সুস্থ১৫৬,৬২৩

মৃত্যু৩,৫৯১

বিশ্বে করোনাভাইরাস

মোট আক্রান্ত২১,১০৯,০৯০

সুস্থ১৩,৯৫৫,৭৪৮

মৃত্যু৭৫৮,১২০

প্রকৃতির বাসর

image

পি. কে. রায়


প্রথম প্রহরে ফুটেছিল পুষ্প মেতেছিল ভ্রমর,

অদ্ভুত সৌন্দর্যে সেজেছিল প্রকৃতির বাসর।


নিস্পাপ চাওনিতে নিঝুম পাহাড়ে ঝরেছিল ঝর্ণা,

সবুজের সমারোহে অনুপম ভঙ্গিতে বেঁকেছিল অধর।


বিধাতার সুনিপুণ কারুকার্যিত সোহাগ মাখা আনন,

নয়নের পাপরিতে প্রস্ফুটিত সুগন্ধি মল্লিকার কানন।


শান্তদিঘির মৃদু তরঙ্গে উড়েছিল মেঘলা কেশ,

ললাটে একেঁছিল সোহাগের টিপ লেগেছিল বেশ।


কোমল হস্তে আঁকা ছিল ভালবাসার পরশ,

অপ্সরার ন্যায় অনুপম অধমাঙ্গ পুলকিত মানস।


স্বপ্ন রাজ্যের মেঘের ছায়ায় কপোতির বিচরণ,

অপরূপ হাসিতে কামিনী ঝরে অলঙ্কৃত মধুবন।


দিব্যা নামে মনের অঙ্গনে লিপি হয়েছিল সে প্রেম,

অঝোরে ঝরেছিল শ্রাবণের ধারা অঙ্কিত রবে ও ফ্রেম।