img

বাংলাদেশে করোনাভাইরাস

মোট আক্রান্ত১৪৯,২৫৮

সুস্থ৬২,১০৮

মৃত্যু১,৮৮৮

বিশ্বে করোনাভাইরাস

মোট আক্রান্ত১০,৮১৯,৭৬২

সুস্থ৬,০৪০,৩৩৮

মৃত্যু৫১৯,২৭২

নড়াইলে ব্রাজিলের জার্সি মধ্যে পুলিশ সুপারকে ঘুষ! আটক ১

image

নিজস্ব প্রতিবেদক : পুলিশ সুপারকে পুলিশের চাকুরীর জন্য ব্রাজিলের জার্সি মধ্যে ৭ লাখ টাকা ঘুষ দেওয়ার অভিযোগে নুরুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার পুলিশ লাইনে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম (পুলিশ সুপার পদন্নতি প্রাপ্ত)সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেন, প্রায় এক সপ্তাহ পূর্বে নড়াইল সদর উপজেলার চাচড়া গ্রামের নুরুল ইসলাম আমাকে খেলার জার্সি উপহার দিতে আসে আমার অফিসে। রাতে বাসায় যেয়ে দেখতে পাই জার্সির মধ্যে টেপদিয়ে মোড়ানো একটি প্যাকেট ও একটি বায়োডাটা রয়েছে। বিষয়টি কাউকে বুঝতে না দিয়ে প্যাকেটটি ওভাবেই রেখে দেই। গতকাল বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তি ফোন করে আমার সাথে দেখা করতে চাইলে অফিসে আসতে বলি। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে ঘুষ দেওয়ার অভিযোগে আটক করা হয়। এর মধ্যে এক হাজার টাকার নোট রয়েছে পাঁচ লাখ এবং পাঁচশ টাকার নোট রয়েছে দুই লাখ এছাড়াও তার কাছ থেকে একটি চেক উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার আরো জানান, নড়াইলে পুলিশের সিপাহী পদে ঢুকতে কোন টাকা ঘুষ লাগবেনা। দালালদের খপ্পর থেকে রক্ষা পেতে আমরা জেলায় মাইকিং ও লিফলেট বিতরন করেছি যাতে জনগন সচেতন হয়। আপনাদের মাধ্যমে জনগনকে বলতে চাই যোগ্যতানুযায়ী চাকুরী হবে। কোন প্রকার দূর্নীতির প্রশ্রয় দেওয়া হবেনা।