img

বাংলাদেশে করোনাভাইরাস

মোট আক্রান্ত৩৫৩,৮৪৪

সুস্থ২৬২,৯৫৩

মৃত্যু৫,০৪৪

বিশ্বে করোনাভাইরাস

মোট আক্রান্ত৩১,৮৭৮,৪০৬

সুস্থ২৩,৪৭৫,৬৮৬

মৃত্যু৯৭৭,১৫৫

অভয়নগরে আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের খাদ্য সহায়তা বিতরণ

image

অভয়নগর (যশোর) প্রতিনিধি : অভয়নগরে ভবদহের পানিবন্দি মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মঙ্গলবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাব অডিটোরিয়ামে আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে ও নওয়াপাড়া প্রেসক্লাবের সহযোগিতায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক নওয়াপাড়ার প্রকাশক-সম্পাদক আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব চৌধুরী মো. হামিদ আল মাহবুব। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যুৎ জ্বলানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল, বিদ্যুৎ বিভাগের পরিচালক শেখ মুনির আহমেদ। প্রধান বক্তা ছিলেন, আমির হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ইউনুস হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম মল্লিক ও সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ। 

খাদ্য সহায়তার মধ্যে ছিল, চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। অনুষ্ঠান শেষে প্রধান ও বিশেষ অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানায় অভয়নগর-নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া ফুলেল শুভেচ্ছা জানায় অভয়নগর উপজেলা ইলেকট্রিশিয়ান শ্রমিক ইউনিয়নের সভাপতি শেখ শাহাজাহানসহ নেতৃবৃন্দ।