img

বাংলাদেশে করোনাভাইরাস

মোট আক্রান্ত৩৫৩,৮৪৪

সুস্থ২৬২,৯৫৩

মৃত্যু৫,০৪৪

বিশ্বে করোনাভাইরাস

মোট আক্রান্ত৩১,৮৮০,০৬২

সুস্থ২৩,৪৭৬,২৮৫

মৃত্যু৯৭৭,২০৪

যশোর নতুন করেন ৩৭ জন করোনায় আক্রান্ত

image

নিজস্ব প্রতিবেদক, যশোর : কোভিড-১৯ ভাইরাসে ২৪ ঘন্টায় যশোরে নতুন করে ৩৭জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে যশোর জেলায় কোভিড-১৯ ভাইরাসে পজিটিভ রোগীর সংখ্যা ৩৪৪৫জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছে ৩৯জন। সুস্থ্য হয়েছেন ২০৮৫জন। যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন শনিবার সকালে যশোরের সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, শনিবার ৫ সেপ্টেম্বর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ২০১টি নমুনার রিপোর্ট আসে। তার মধ্যে ৩৭জনের শরীরে করোনা পজিটিভ। 

এছাড়া, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৫ টি নমুনার নেগেটিভ রিপোর্ট আসে। শনিবার ৩৭ টি পজিটিভ রোগীদের মধ্যে যশোর সদর উপজেলায় ২৩জন, অভয়নগর উপজেলায় ৪জন, শার্শা উপজেলায় ৩জন, মনিলামপুর উপজেলায় ৪জন ও ঝিকরগাছা, কেশবপুর ও চৌগাছা উপজেলায় ১জন করে রয়েছে। সিভিল সার্জন অফিস সূত্রে আরো জানাগেছে, শুক্রবার যশোর জেলা থেকে ৯২টি নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে পাঠানো হয়েছিল। তাছাড়া, গত ১০ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত যশোর জেলা থেকে ১৩১১৭ জনের নমুনা সংগ্রহ করে দু’টি প্রতিষ্ঠানে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৮৯০৯ জন পুরুষ ও ৪২০৮ জন মহিলা রয়েছে। এ যাবত যশোর জেলায় আক্রান্ত ৩৪৪৫ জনের মধ্যে ২৪৫৮জন পুরুষ ও ৯৯৭ জন মহিলা।