img

বাংলাদেশে করোনাভাইরাস

মোট আক্রান্ত৩৫৩,৮৪৪

সুস্থ২৬২,৯৫৩

মৃত্যু৫,০৪৪

বিশ্বে করোনাভাইরাস

মোট আক্রান্ত৩১,৮৮৪,০১৩

সুস্থ২৩,৪৮২,৯৪৪

মৃত্যু৯৭৭,২৬৪

যশোর ফাঁড়ি পুলিশের হাতে মা-মেয়েসহ গ্রেফতার-৩

image

নিজস্ব প্রতিবেদক, যশোর : মা মেয়েসহ তিন নারীকে ৭৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে যশোর বেনাপোল সড়কের চাঁচড়া চেকপোষ্ট শ্রমিক ভবনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোরের অভয়নগর উপজেলার বুঁইকারা গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার বসুন্দিয়া বিনিময়পাড়া গ্রামের মৃত রফিকুল রহমানের স্ত্রী ও মৃত আবেদ এর মেয়ে মোসা. জেসমিন খাতুন ওরফে নার্গিস, অভয়নগর উপজেলার নওয়াপাড়া ফরাজীপাড়া গ্রামের বর্তমানে যশোর সদর উপজেলার বসুন্দিয়া খোলাডাঙ্গা গ্রামের মৃত ইফনুস মোল্যার স্ত্রী ও মৃত কাদের মোল্যার মেয়ে মোসা. খাদিজা বেগম ওরফে হাফিজা ও তার মেয়ে একই এলাকার শান্ত হোসেনের স্ত্রী আকলিমা খাতুন ওরফে সাবিনা। 

চাঁচড়া পুলিশ ফাঁড়ির এমসআই ইব্রাহীম খলিল জানান, মঙ্গলবার বিকেলে গোপন সূত্রে খবর পান চাঁচড়া চেকপোষ্ট শ্রমিক ভবনের সামনে ফেনসিডিল বেচাকেনার উদ্দেশ্যে বিক্রেতারা অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে জেসমিন খাতুন ওরপে নার্গিস, খাদিজাবেগম ওরফে হাফিজা ও তার মেয়ে আকলিমা খাতুন ওরফে সাবিনা দ্রুত পালানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে জেসমিন খাতুন ওরফে নার্গিসের দখল হতে ২৫ বোতল, খাদিজা বেগম ওরফে হাফিজার দখল হতে ২৫ বোতল ও আকলিমা খাতুন ওরফে সাবিনার দখল হতে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাদেরকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। বুধবার গ্রেফতারকৃত ও তাদের কোলে থাকা শিশুদেরকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।