img

বাংলাদেশে করোনাভাইরাস

মোট আক্রান্ত৩৫৩,৮৪৪

সুস্থ২৬২,৯৫৩

মৃত্যু৫,০৪৪

বিশ্বে করোনাভাইরাস

মোট আক্রান্ত৩১,৮৭৮,৪০৭

সুস্থ২৩,৪৭৫,৬৮৭

মৃত্যু৯৭৭,১৫৫

যশোরে কমে আসছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা : নতুন সনাক্ত ৩৩

image

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন হ্রাস পেতে শুরু করেছে। মঙ্গলবার ১ সেপ্টেম্বর নতুন করে ৩৩ জন করোনা ভাইরাসে আক্রান্তর বিষয়টি নিশ্চিত করেছেন যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহীন। এ নিয়ে যশোর জেলা করোনা ভাইরাসে পজিটিভ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২শ’ ৯২জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯৬২জন। মারা গেছে ৩৮জন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে, মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে ৮৭ টি নমুনার রিপোর্ট পেশ করেন। এর মধ্যে ২৫জন করোনা পজিটিভ। অপরদিকে, একই দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২৫ টির নমুনা রিপোর্ট আসে। তার মধ্যে ৮ জনের শরীরে করোনা পজিটিভ। যশোর জেলায় নতুন করে ৩৩জন করোনা পজিটিভ রোগীদের মধ্যে যশোরের অভয়নগর উপজেলায় ১৪জন, সদর উপজেলায় ১০জন, কেশবপুর উপজেলায় ৫জন, বাঘারপাড়া উপজেলায় ৩জন ও চৌগাছা উপজেলায় ১জন। গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গেছেন ২৮জন। অফিস সূত্রে আরো বলা হয়েছে, গত ১০ মার্চ থেকে করোনা নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ১২৫৯৭ জনের নমুনা। এর মধ্যে ওই দু’টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষার রিপোর্ট দিয়েছেন ১১৭৬৪ জনের। ৩১ আগষ্ট সোমবার পর্যন্ত বাকী পেন্ডিং রয়েছে ৮৩৩ জনের।