img

বাংলাদেশে করোনাভাইরাস

মোট আক্রান্ত৩৫৩,৮৪৪

সুস্থ২৬২,৯৫৩

মৃত্যু৫,০৪৪

বিশ্বে করোনাভাইরাস

মোট আক্রান্ত৩১,৮৯০,২৪৮

সুস্থ২৩,৪৮৬,৭৬২

মৃত্যু৯৭৭,৪১৪

শাপলায় জীবিকা নির্বাহ বিলাঞ্চলের মানুষের

image

বরিশাল: বর্ষা মানেই প্রকৃতির নতুন সাজ। আর প্রতিবছর বর্ষা মৌসুম এলেই বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে যায় দক্ষিণাঞ্চলের বিলসহ নিম্নাঞ্চগুলো।
বিশেষ করে বিলাঞ্চল তলিয়ে থাকলে ফসলি জমিগুলোই পানির নিচেল চলে যায়। এই সময়টাতে ওই অঞ্চলের ফসলি জমিতে যেমন কোনো ধরনের ফসলের আবাদ হয় না, তেমনি দরিদ্র পরিবারগুলোর মানুষের হাতে তেমন কোন কাজও থাকে না।
অর্থনৈতিক চাকা সচল রাখতে বিলাঞ্চলের মানুষ প্রাকৃতিক মাছ শিকার ও বিলের পানিতে হওয়া শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করে।
খোঁজ নিয়ে জানা যায়, বরিশালের আগৈলঝাড়া, উজিরপুর ও গৌরনদী উপজেলার বিশাল একটা অংশজুড়ে বিলাঞ্চল রয়েছে। এসব বিলে প্রাকৃতিকভাবে শাপলার আবির্ভাব ঘটে প্রতিবছর বর্ষা মৌসুমে। শুকনো মৌসুমে বিলের ভূমিতে ধানের আবাদ হলেও বর্ষায় বিলের পানিতে ফোটা সেই শাপলা তুলে, আর দেশীয় প্রজাতির মাছ শিকার করে বিক্রি করে স্থানীয়রা জীবিকা নির্বাহ করে।