img

বাংলাদেশে করোনাভাইরাস

মোট আক্রান্ত২৬৬,৪৯৮

সুস্থ১৫৩,০৮৯

মৃত্যু৩,৫১৩

বিশ্বে করোনাভাইরাস

মোট আক্রান্ত২০,৭৭৪,৮৪৮

সুস্থ১৩,৬৭৯,৩২৩

মৃত্যু৭৫১,২৯৪

নড়াইলে ঊষার আলোর ঈদ উপহার বিতরণ

image

নিজস্ব প্রতিবেদক : নড়াইলে ঊষার আলো সমাজকল্যাণ সংঘ কর্তৃক সুবিধাবঞ্চিত শিশু ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার নড়াইল পৌরসভার বিভিন্ন এলাকায় প্রায় অর্ধশত শিশু কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এসব ঈদ উপহারের ভেতর রয়েছে পাঞ্জাবি, টিশার্ট ও টুপি। 

এ বিষয়ে ঊষার আলোর সাধারণ সম্পাদক শাফায়াত হুসাইন বলেন, অনেক অসহায় পরিবার আছে যারা ঈদের পোশাক ক্রয় করতে অক্ষম। তাদের মুখে হাসি ফোটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এছাড়াও বেশ কিছু মেধাবী শিক্ষার্থীদের মাঝে আমরা ঈদের পোশাক বিতরণ করেছি।

উক্ত কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন ঊষার আলোর সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক রিফাত শরীফ, স্কুল কার্যক্রম সম্পাদক মুস্তাহিদ মুকাররমী, সংগঠনটির সদস্য সিয়ামুর রহমান সিয়াম, মোঃ সালাউদ্দিন ঈশান, মাহফুজুর রহমান নাবিল, মোঃ আব্দুল্লাহ, মাসুম খান, জিহাদুল ইসলাম, আল-আমিন প্রমুখ। 

উল্লেখ্য যে, ঊষার আলো সমাজকল্যাণ সংঘ নড়াইলে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে।