img

বাংলাদেশে করোনাভাইরাস

মোট আক্রান্ত২৭১,৮৮১

সুস্থ১৫৬,৬২৩

মৃত্যু৩,৫৯১

বিশ্বে করোনাভাইরাস

মোট আক্রান্ত২১,১০৭,১৫৭

সুস্থ১৩,৯৫৫,২৭৫

মৃত্যু৭৫৮,১০২

নড়াইলে সংসদ সদস্য মাশরাফির ঈদের নামাজ আদায়

image

নিজস্ব প্রতিবেদক : নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মোর্ত্তজা নিজ এলাকায় ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৭টায় নড়াইল সদর উপজেলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি। এছাড়া পরিবারের সদস্যরাও তার সঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

নামাজ আদায় শেষে মাশরাফি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন থাকার জন্য সবার প্রতি তিনি অনুরোধ জানান।