img

বাংলাদেশে করোনাভাইরাস

মোট আক্রান্ত১৬২,৪১৭

সুস্থ৭২,৬২৫

মৃত্যু২,০৫২

বিশ্বে করোনাভাইরাস

মোট আক্রান্ত১১,৪৯৬,৬৬৩

সুস্থ৬,৫১৩,৪০৩

মৃত্যু৫৩৫,৩৭৮

চৌগাছায় ব্যাংক কর্মকর্তাসহ আবারও দুইজন অরোনায় আক্রান্ত

image

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় এবার সোনালী ব্যাংক কর্মকর্তা ও পল্লী বিদ্যুৎ কর্মীর করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি।

এনিয়ে চৌগাছায় মোট করোনা রোগীর সংখ্যা দাড়ালো ৩১-এ। এদের মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন। আক্রান্ত শনাক্তরা শহরের পাঁচনমনা গ্রামের পল্লী বিদ্যুৎ কর্মী ইজাহের হোসেন। তিনি শার্শা পল্লীবিদ্যুৎ অফিসে চাকুরী করেন। অন্যজন হলেন সোনালী ব্যাংকের নওয়াপাড়া শাখার কর্মকর্তা উপজেলার মাঠ চাকলা গ্রামের কামরুজ্জামান। তারা উভয়েই বর্তমানে নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার লাকি বলেন গত বৃহস্পতিবার তাদের নমুনা পাঠানো হয় যশোর সিভিল সার্জন অফিসে।

সেখান থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হয়। রবিবার যবিপ্রবির জিনোম সেন্টারে এই ২ জনের করোনা শনাক্ত হয়। যে রিপোর্ট সোমবার এসে পৌছায়। তিনি জানান উল্লেখিত ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।